🎁 CREATE YOUR CUSTOMIZE GIFT BOX

৳ 0
0

Home

Account

WhatsApp

Hajj Dua The Sunnah Storehttps://www.thesunnahstore.co.uk/wp-content/uploads/2024/03/img-placeholder-jpg.webp" alt="image">
Mehedi Hasan

April 20, 2025

Share

অনুতপ্ত অন্তরের দু’আ

 

আমার অন্তরটা এতটা নরম করে দিন, যেন কোনো কু-চিন্তা সেখানে বাসা বাঁধে না। আমাকে এমন পথে চালান, যেখানে আপনার ভালোবাসার বাতাস বইছে। আপনার ভালোবাসা পেলে দুনিয়ার মোহ কেবল ধুলার মতো মনে হয়। আপনি তো আল-ওয়াদুদ—ভালোবাসার সবচেয়ে সঠিক ঠিকানা।

আমি জানি, আমি বারবার ফিরে আসি—তাও আপনি মাফ করেন। আপনি তো আত-তাওয়্বাব, আপনি তো বারবার ফিরে আসাকেই পছন্দ করেন। আমার অন্তরটা এমন বানিয়ে দিন, যেখানে অহংকার দাঁড়াতে পারে না। আপনি তো আল-মুমীত, অহংকার আর দম্ভের গুনাহ থেকে আপনি আমাকে শিফা দান করে দিন।

নেককার, সালেহিন দের তালিকায় আমার নামটাও রাখুন। ভাঙা মনটা ক্লান্ত হলে, যেন আপনার কাছেই ফিরে আসে। দিনটা হোক যিকর দিয়ে ভরা আর উত্তম-হালাল- বরকতময় রিযক দিয়ে পরিপূর্ন, আর রাতটা হোক আপনার সঙ্গে নিভৃতে কথোপকথনের সময়। আয় আল্লাহ্‌, আমাকে উপকারী ইলম দান করুন।

যে আমলগুলো আপনি পছন্দ করেন, সে আমলগুলোই আমি করতে চাই। শরীর বা মনের- যেখানেই ব্যথা, আপনি তা শিফা করে দিন। মালিক, মাঝেমাঝে অন্তর ভারী হয়ে যায়—আপনি তো মন খুলে দিতে পারেন এক নিমিষে… আমার জিহ্বা যেন আপনার যিকরে সব সময় সিক্ত থাকে সে তৌফিক দান করে দিন।

আপনিতো জানেন আমার গোপন কান্না। আমি খুব বেশি কিছু চাই না , শুধু জান্নাতের ছায়া আর আপনার সন্তুষ্টিটাই চাই। ও আল্লাহ্‌, জাহান্নামের আগুন থেকে আমাকেও মাফ করে দিয়েন।

জীবনের প্রতিটি অধ্যায়ে, প্রতিটি ধাপে আপনার রহমতের ছায়া যেন আমার সঙ্গেই থাকে। আমার ভুলগুলো ঢেকে দিন আপনার রহমতের চাদরে। আপনার দয়া ছাড়া আমার কিছুই চলে না। যদি কেউ না থাকে, তবুও আপনি থাকেন। আমাকে এক মিনিটের জন্য আমার ‘হাওয়ালা’ করে দিয়েন না…

আপনি আমাকে এমন বানান, যার সেজদায় চোখ ভিজে যায়। আপনার সন্তুষ্টিই যদি পাই, তবে সবকিছুই পেয়েছি…

Related Posts