🎁 CREATE YOUR CUSTOMIZE GIFT BOX

৳ 0
0

Home

Account

WhatsApp

hajj dua 05 blog web The Sunnah Storehttps://www.thesunnahstore.co.uk/wp-content/uploads/2024/03/img-placeholder-jpg.webp" alt="image">
Mehedi Hasan

May 4, 2025

Share

আমি কিছুই না, কিন্তু আপনিই সব কিছু

 

ইয়া আল্লাহ্‌, আমার অন্তরকে- আমার ক্বলবকে আপনি পবিত্র করে দিন। আপনি তো কুদ্দুস—পবিত্রতার উৎস, আপনি না থাকলে আমি নিজেকেই চিনে উঠতে পারি না।

 

এই হজে আপনি আমার আত্মাকে এমনভাবে গড়ে তুলুন, যেন সে আপনার সামনে সব সময় বিনীত থাকে।মক্কার বাতাসে আমার ভিতরের গুনাহ গুলো, অহংকারগুলো, নফসের বেয়াড়াপনা গুলো ভেঙে পড়ুক। আমার বুকের ভেতর জমে থাকা ছোট ছোট গর্বগুলো গলে গিয়ে চোখে পানি হয়ে বেরিয়ে আসুক।

 

ইয়া মুকসিত, আপনি তো ন্যায়বিচার করেন—আমার অহংকার ভেঙে সেই সুবিচারে ফিরিয়ে নিন, যা আপনার পছন্দ- যেভাবে আপনার পছন্দ।

 

আমি যেন প্রতিটি পাপকে ভয় পাই। প্রতিটি গুনাহ যেন আমার অন্তরে আগুন হয়ে ছড়িয়ে পড়ে।

 

ইয়া কাহির, মানুষের চোখে সফল হওয়ার চেয়ে—আপনার চোখে গ্রহণযোগ্য হই, এটাই আমার সফলতা।

 

ইয়া মুতাকাব্বির, আপনি তো সর্বশ্রেষ্ঠ—আপনিই শেখান কেমন করে ছোট হয়ে বাঁচা যায়।

 

এই হজে আমার অন্তরটা যেন আপনার ভয়ে ভিজে যায়। যেন আমি চিনে ফেলি, আমি কত তুচ্ছ আর আপনি কত মহান।

 

ইয়া আযিয, আপনি তো মহাশক্তিধর—আপনার নৈকট্যই আমার আত্মাকে নিরাপদ রাখে।

 

কিছু আমল দিয়ে আমি যেন নিজেকে কিছু ভাবি না। আমার সবকিছুই আপনার দান, আপনার অনুগ্রহ।

 

ইয়া খালিক, আপনি তো সব সৃষ্টি করেছেন—আমার অহংকার যেন আপনার সৃষ্টির সামনে নত হয়।

 

মিনার পাথর ছুঁড়তে ছুঁড়তে আমার ভেতরের সমস্ত অহংকার ছুঁড়ে ফেলি।

 

আপনি দান করেন—আমার অন্তরে দিন সেই তাকওয়া, যা আমায় শান্ত করে। আমি যেন নিজের আত্মাকে চিনতে পারি, যেন ভুলে না যাই—আমি একজন বান্দা, একজন গোলাম, একজন আব্দ… আমি একজন আব্দুল্লাহ!

 

ইয়া হামিদ, আপনি তো প্রশংসার মালিক—আমার আত্মা যেন কেবল আপনাকেই প্রশংসা করে, নিজেকে নয়।

 

এই হজে আমার অন্তরটা যেন এমন হয়ে উঠুক, যেখানে আপনার ভয় প্রেমের মতো বাস করে।

 

ইয়া আল্লাহ্‌, এই হজ্বের সফরে আসার কোন যোগ্যতাই আমার নেই- ছিল না, আপনি দয়া করে নিয়ে এসেছেন- আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যেন আমি চাইতে পারি আমি চাইতে পারি এমন হৃদয়, যা আপনার সন্তুষ্টি এবং আপনার সন্তুষ্টির পথে চলা ছাড়া কিছু চায়না।

 

ইয়া মুকাদ্দাস, আপনি তো পবিত্র—আপনার ছায়া ছাড়া সবই মলিন লাগে।

 

তাওয়াফে প্রতিটি ঘোর যেন আমার আত্মাকে আপনার দিকে একটু করে আরও নত করে দেয়।

 

ইয়া সামাদ, আপনি তো সেই আশ্রয়—যার দয়ার নিচে এসে পাপীও পবিত্র হয়ে যায়।

 

আমি চাই, এই হজে এমন একটা মন নিয়ে ফিরি, যা আর কু-চিন্তার কাছে যায় না।আপনি তো রক্ষাকারী—আমার চিন্তা ভাবনা গুলোও আপনি গুনাহ মুক্ত করে দিন।

 

ইয়া আল্লাহ্‌, আমি যেন কা’বার সামনে দাঁড়িয়ে শুধু একটি অনুভূতি নিয়ে থাকি—”আমি কিছুই না, কিন্তু আপনিই সব কিছু।”

Related Posts