April 20, 2025
আপনার সন্তুষ্টি যদি পাই, তবে সব কিছুই পেয়েছি
আমি যেন নিজের অন্তিম দিনে কেঁপে না যাই। ইয়া হাইয়ু- ইয়া কাইয়ুম, ইয়া-ক্ববীদ—কাঁপা হৃদয়ে স্থিরতা দেন।
আপনার রাজি থাকাই আমার সবচেয়ে বড় কামনা। আপনি তো আল-মালিকুল কুদ্দুস—পবিত্রতারও মালিক।
কিয়ামতের ভয় যেন আমায় কেবল আপনার কাছেই টেনে আনে। ভয়ের মধ্যেও আপনি ভালোবাসা রাখেন।
সেদিন বিচার যখন চলবে, আমি যেন চুপচাপ দাঁড়িয়ে থাকি আপনার সন্তুষ্টির অপেক্ষায়। আপনি তো আল-আদল—আপনার সুবিচারে দয়া মিশে থাকে।
একটিমাত্র দয়ার দৃষ্টি—আমার সব ব্যর্থতা ঢেকে দিতে পারে।
আমার কান্নাগুলো শুকিয়ে গেলে, আপনিই তো জানেন কেন। আপনি শুনেন এমনকি কণ্ঠহীন কান্নাও।
আপনি যদি দেখেন আমি আর প্রার্থনা করতেও পারছি না, তখন শুধু আমার ইচ্ছাটুকু কবুল করে নিন। আপনি তো আমার নিয়তও পড়তে জানেন।
আপনার সন্তুষ্টি যদি পাই, তবে সব কিছুই পেয়েছি।
শেষ পর্যন্ত আপনি আমাকে মাফ করে দিন। আমি অনেক ভুল করেছি, অনেক ভেঙে পড়েছি। কিন্তু আমি জানি, আপনি তো আত-তাওয়্বাব—আর আমি শুধু ফিরে আসা এক ক্লান্ত বান্দা। আর আমি তো শুধু ফিরে আসা এক ক্লান্ত বান্দা।
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ